
ছবিঃ সংগৃহীত
ইসলামী ছাত্রশিবির পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী মুসলিমদেরকে শুভেচ্ছা জানিয়েছে। এক মাসব্যাপী সিয়াম সাধনার পর অবারিত আনন্দের বার্তা নিয়ে ঈদ এসেছে, এমনটি উল্লেখ করে সংগঠনটি দেশের সকল মুসলমানকে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছে।
আজ (৩০ মার্চ) কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আত্মশুদ্ধি ও তাকওয়ার অফুরন্ত কল্যাণ বিলিয়ে, পবিত্রতার বন্ধনে অবারিত খুশির বার্তা নিয়ে ঈদ এসেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই—ঈদ মোবারক।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এ বছর ঈদ উদ্যাপন করতে গিয়ে মিশ্র অনুভূতি রয়েছে। প্রায় দেড়যুগ ধরে দেশব্যাপী চলে আসা অন্ধকারের পর, আজ আমরা স্বাধীনভাবে ঈদ পালন করতে পারছি। যাদের আত্মত্যাগের কারণে আমরা নাগরিক অধিকার ফিরে পেয়েছি, সেই শহীদ ও গাজীদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করি। আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দ্রুত আরোগ্য লাভের দোয়া করছি।”
ঈদের আনন্দের মাঝে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান দুঃখ-দুর্দশার কথাও তুলে ধরেন তারা। তারা বলেন, "বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্মম হত্যাযজ্ঞ ও নির্যাতনের শিকার। বিশেষত, ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর হামলার দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ। তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন জালিমদের হাত দুর্বল এবং মজলুমদের হাত শক্তিশালী হয়।"
নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা জুলাই মাসে স্বৈরাচারের কবল থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু এই পথ রচিত হয়েছে বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে। স্বাধীন বাংলাদেশ ফিরে পাওয়ার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো দায়িত্ব। ঈদের এই আনন্দে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।”
শেষে, নেতৃবৃন্দ সকল স্তরের জনশক্তিকে ঈদ উদ্যাপনের আহ্বান জানিয়ে বলেন, “ঈদ ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সমতার বার্তা নিয়ে আসে। আমরা যদি সকল বিভেদ ভুলে গিয়ে মানুষের মধ্যে সাম্য, ভালোবাসা ও সৌহার্দ্য গড়ে তুলি, তবে ঈদের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।”
পরিশেষে, পতিত স্বৈরাচার যেন আমাদের ঈদের আনন্দকে বেদনায় পরিণত করতে না পারে, সেজন্য দেশবাসীকে সকল প্রকার ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য নেতৃবৃন্দ সবার প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18WLsPhVz6/
মারিয়া