ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছাবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১২:২৮, ৩০ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছাবার্তা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই শুভেচ্ছার মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ও মানবিক বার্তা। 

পোস্টটিতে সংযুক্ত একটি সাদা-কালো প্রামাণ্যচিত্রে দেখা যাচ্ছে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই অপেক্ষায় রয়েছে বাড়ি ফেরার। তারা অন্য এক দেশে নিজেদের মতো ঈদ পালন করছে। তবে চোখে রয়েছে নিজ দেশে, নিজ বাড়িতে ফেরার তৃষ্ণা।

ভিডিওটির শিরোনামে রয়েছে প্রধান উপদেষ্টার মূল্যবান বার্তা। তিনি বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমাদের নিরাপদ এবং আনন্দময় এই ঈদে যেনো আমরা মনে রাখি বারো লক্ষাধিক মেহমান বিপদে পড়ে আমাদের দেশে আছে। দোয়া করি তারা যেনো আগামী ঈদ নিজের দেশে করতে পারে।’

মুমু

×