ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদে অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত ডিএমপি: কমিশনার

প্রকাশিত: ১১:৫১, ৩০ মার্চ ২০২৫

ঈদে অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত ডিএমপি: কমিশনার

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আওয়ামী লীগ বা কোনো নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকেও যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, তা কঠোরভাবে দমন করা হবে—বলেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, “নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই। আগেরবারের চার স্তরের নিরাপত্তার পাশাপাশি এবার পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক প্রস্তুতি প্রকাশ্যে আনা না হলেও, সবদিকেই সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।”

ডিএমপি কমিশনার আরও জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। জামাত শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

রাজু

×