ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

পাকিস্তানের পতাকা সামনে রেখে ইফতার বিতরণ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন নাফসিন মেহনাজ

প্রকাশিত: ০৪:৫৬, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০৪:৫৭, ৩০ মার্চ ২০২৫

পাকিস্তানের পতাকা সামনে রেখে ইফতার বিতরণ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন নাফসিন মেহনাজ

ছবিঃ সংগৃহীত

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনকারী নাফসিন মেহনাজ সম্প্রতি তার নিজ জেলা পিরোজপুরের শিয়ালকাঠি পাঁচ নম্বর ইউনিয়নে ৫০০ জন দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন। তিনি জানান, তার সাধ্য অনুযায়ী গ্রামের মানুষের জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

সম্প্রতি পাকিস্তানের পতাকাকে সামনে রেখে ইফতার বিতরণের একটি ছবি ভাইরাল হলে তা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে নাফসিন মেহনাজ ব্যাখ্যা দিয়ে বলেন, "সম্প্রতি আমি পাকিস্তানি শিক্ষার্থীদের সঙ্গে মিরপুর ১০ নম্বরে এবং বিহারী ক্যাম্প এলাকায় ইফতার বিতরণ করি। এটি দুই দেশের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ ছিল। আমরা দরিদ্র ও বিহারী জনগোষ্ঠীর মধ্যে ইফতার বিতরণ করেছি। এ কারণেই দুই দেশের পতাকা সামনে রাখা হয়েছিল। এখানে পাকিস্তানকে গ্লোরিফাই বা প্রমোট করার কোনো উদ্দেশ্য ছিল না।"

তিনি আরও বলেন, "প্রত্যেকেই তাদের নিজ দেশের পতাকা তুলে ধরতে চায়। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের পতাকা বহন করেছি, ঠিক তেমনি পাকিস্তানি শিক্ষার্থী তার দেশের পতাকা প্রদর্শন করেছেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল মানবসেবামূলক কাজ করা, অন্য কোন উদ্দেশ্য এতে ছিল না। এতে পাকিস্তানকে গ্লোরিফাই বা প্রমোট করার কোনো উদ্দেশ্য ছিল না। বিষয়টি নিয়ে ভুল তথ্য ও ধারণা ছড়ানো হচ্ছে।"

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=638502792673040&rdid=L1pamet2g0WmKT1g

ইমরান

×