ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশিত: ০৪:২৫, ৩০ মার্চ ২০২৫

মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “২০২৫ সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার অর্জন করায়, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। তোমাদের অসীম সাহসিকতা আমাদের গর্বিত করেছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে তোমাদের অবিচল সাহস, নেতৃত্ব ও অঙ্গীকার এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। সেই সংকটময় সময়ে তোমাদের বীরত্ব সত্যিকারের সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা কেবল প্রতিরোধের প্রতীক হয়ে ওঠোনি, বরং অস্থিরতার মধ্যে জাতির জন্য আশার আলো জ্বালিয়েছ। পুরস্কারের বিবরণ অনুযায়ী, তোমরা অটল সংকল্প নিয়ে সহিংস দমন-পীড়নের মুখোমুখি হয়েছ, নিরাপত্তা বাহিনীর আক্রমণের বিরুদ্ধে সংগ্রামীদের পাশে দাঁড়িয়েছ। ইন্টারনেট বিচ্ছিন্নতার মাঝেও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সৃজনশীল উপায় বের করেছ।”

তিনি আরও বলেন, “তোমাদের দৃঢ়তা ও আত্মত্যাগ বাংলাদেশসহ বিশ্বব্যাপী অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করছে। তোমাদের প্রচেষ্টা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ন্যায়বিচারের সাধনা সহজ নয়, তবে তা সবসময়ই তাৎপর্যপূর্ণ। তোমরা দেখিয়েছ প্রকৃত নেতৃত্ব ও ত্যাগ কেমন হতে পারে এবং তোমাদের সাহসিকতা বাংলাদেশের জন্য এক উজ্জ্বল ও ন্যায়সংগত ভবিষ্যতের পথ তৈরি করেছে।”

প্রধান উপদেষ্টা বলেন, “তোমাদের এই অর্জনের জন্য আমরা গর্বিত। এটি তোমাদের সাহসিকতা ও অটল সংকল্পের প্রতিফলন। অন্তর্র্বতীকালীন সরকার তোমাদের পাশে আছে এবং আমরা একসাথে গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার লক্ষ্যে কাজ চালিয়ে যাব। তোমাদের ভূমিকা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ, এবং আমরা আগ্রহভরে তোমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেখার অপেক্ষায় আছি। তোমরা পুরো বাংলাদেশকে গর্বিত করেছ।”

আসিফ

×