
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, বিজেপি-শাসিত ভারতের এমন অভিযোগ অত্যন্ত হাস্যকর বলে মন্তব্য করেছেন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এ কথা বলেন।
পিনাকী বলেন, গত শুক্রবার জুম্মার নামাজের আগে ভারতের দিল্লী ও উত্তর প্রদেশের দুই জেলা সম্ভল ও মেরাঠে পুলিশ জানিয়ে দেয় যে রাস্তাতে আলবিদা জুম্মা ও ঈদের নামাজ পড়া যাবে না। সম্ভলে পুলিশ আরো জানায় যে নিজেদের বাসার ছাদেও কোনো মুসলমান নামাজ পড়তে পারবে না। মেরাঠে পুলিশ জানিয়ে দেয় যে রাস্তায় নামাজ পড়া মুসলমানদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও বাজেয়াপ্ত করা হবে।
ভারতে হিন্দুদের উপর রাস্তাতে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কোনো বিধিনিষেধ নেই। সারাদেশে রাস্তায় প্যান্ডেল করে লক্ষ লক্ষ পূজা, ভজন, কীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হয়। সারা শ্রাবণ ধরে উত্তর ভারতে ভগবান শিবের মাথায় জল ঢালতে ভক্তরা জাতীয় সড়ক সহ অনেক রাস্তা দখল করে রাখে। রাম নবমী ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হিন্দুরা রাস্তা দখল করেই করতে পারে।
পিনাকী আরো বলেন, কয়দিন আগে হোলিতে দেখলাম কীভাবে রাস্তা দখল করে মুসলমানদের গায়ে ও প্লাস্টিকে ঢাকা মসজিদের উপর হিন্দুরা নর্দমার কাদা ও গোবর ছুঁড়ছিলো। এক বয়স্ক মুসলিম মহিলার মুখেও জোর জবরদস্তি করে কালো রং বা কালি দিলো তার ছেলের বয়সী হিন্দুরা।
বিজেপি-শাসিত ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর ধর্মীয় আচার-আচরণের উপর এমনই পর্যায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি বা জুলুম করা হচ্ছে।
তিনি বলেন, এই ভারতীয় বিজেপি সরকার ৫ই আগস্টের পর আমেরিকা সহ অনেককে জানায় যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর জুলুম হচ্ছে। ভারত কি দেখাতে পারবে ভারতে সংখ্যালঘু মুসলমানেরা যেভাবে নির্যাতিত হচ্ছে সেইভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের শিকার হয়েছে?
তিনি আরো বলেন, ভারতে মুসলমানদের পিটিয়ে "জয় শ্রীরাম" বলতে বাধ্য করা হচ্ছে। বাংলাদেশে কোথাও কোনো হিন্দুকে কি ঐরকম জবরদস্তি করে "আল্লাহু আকবর" বলতে বাধ্য করেছে কেউ? গোমাংস সঙ্গে রাখার বা খাওয়ার "অপরাধে" মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে। কোনো হিন্দু কি বাংলাদেশে এমন কোন হিংস্র মুসলিম আক্রমণের শিকার হয়েছে ধর্মীয় কারণে? কোনো হিন্দুদের কি বলা হয়েছে যে তারা রাস্তায় প্যান্ডেল করে পূজা করলে তাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে?
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এই বিজেপি-শাসিত ভারতের এমন অভিযোগ অত্যন্তই হাস্যকর।
রিফাত