ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ঈদ জামাত যেখানে যখন

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১:০১, ৩০ মার্চ ২০২৫

ঈদ জামাত যেখানে যখন

ঈদ জামাত উপলক্ষে দেশের বিভিন্নস্থানে ঈদগাহ মাঠ

ঈদ জামাত উপলক্ষে দেশের বিভিন্নস্থানে ঈদগাহ মাঠ, মসজিদ, মাদ্রাসায় ভিন্ন ভিন্ন সময় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদাতাদের-

চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। এ ছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে চসিকের জনসংযোগ শাখা।
ঈদের দিন জমিয়াতুল ফালাহ ময়দানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৮টায় লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের নিরাপত্তার জন্য সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানিয়েছে নগর পুলিশ ও চসিক।
নগরীতে চসিকের তত্ত্বাবধানে সকাল ৮টায় হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় ঈদ জামাতের স্থান গত শুক্রবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পরিদর্শন করেছেন। 

বরিশাল
পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় নগরীর বান্দরোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই সময় নগরীর আমতলা মোড়ের বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
দুটি করে জামাত অনুষ্ঠিত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে। তথ্যের সত্যতা নিশ্চিত করে ইসলামী ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম জানিয়েছেন, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও  সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

পাশাপাশি নগরীর গীর্জা মহল্লার জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত, নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে একই সময়ে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ার দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এ ছাড়া দক্ষিণাঞ্চলে ঈদের বৃহত জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। পিরোজপুরের নেছারাবাদের ছারছীনা দরবার শরীফ ময়দানে সকাল সাড়ে ৮টায় এবং আরেক সর্ববৃহৎ ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঝালকাঠির এনএইচ কামিল মদ্রাসা মাঠে।

রাজশাহী
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। দরগা মসজিদে স্থানান্তরিত হলে এবং মুসল্লির সংখ্যা বেশি হলে, ৩০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহীর শাহ মখদুম রূপোশ (রহ.) দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা শনিবার এ তথ্য জানিয়েছেন।
এবার প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।
রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে, যেখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়।

প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে। নারীরা বিএনসিসি গেট দিয়ে প্রবেশ ও বের হবেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টায়। রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে।

দিনাজপুর
দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহৎ ঈদের জামাত। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদের জামাতের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আবারও লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে এ ময়দান। ঈদের দিন সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গোর-এ শহীদ ঈদগাহ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন প্রস্ততিমূলক সভা করেছে।

পুরো ঈদগাহজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। ঈদের দিন সকাল থেকে মুসল্লিরা মাঠের প্রবেশপথ দিয়ে আসবেন। প্রত্যেক প্রবেশ পথের গেটে মেটাল ডিটেক্টর স্ক্যান করে শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসল্লিরা।
  
নীলফামারী
পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৮টায় নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই সময় সদরের মোড়লের ডাঙ্গাস্থ নীলফামারী জেলা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ ও সদর উপজেলার কুন্দপুকুর মাজার সড়কস্থ উপজেলা মডেল মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত জেলা কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। 

মাগুরা 
মাগুরা জেলা শহরের নোমানী ময়দানে সকাল ৮টায়  জেলার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মাগুরা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেবেন। পৌর সভার পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি শেষের পথে। গেট প্যান্ডেল নির্মাণকাজ শেষ হয়েছে। এ ছাড়া জেলা শহরের  জজ কোর্ট জামে মসজিদ, পিটিআই সমজিদ, পারলা স্কুলমাঠ, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখায় ইদের জামাত অনুষ্ঠিত হবে।
 
ঝালকাঠি 
ঝালকাঠিতে ঈদুল ফিতরের প্রধান জামাত ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন গাজী শহিদুল ইসলাম, খতিব কেন্দ্রীয় জামে মসজিদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মোক্তার হোসেন, পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ। জেলা প্রশাসকসহ সকল শ্রেণি পেশার মানুষ এখানে নামাজ আদায় করবেন। এ ছাড়া জেলার উপজেলা সদরসহ ৪টি উপজেলার গ্রামাঞ্চলে বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

যশোর 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের আট উপজেলায় এ বছর ১০৬টি গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে এর বাইরেও আরও অনেক গ্রামের মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ তালিকা তারা দিতে পারেনি।
ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর সদর উপজেলায় ৪১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় প্রথম ও সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত হবে, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রথম জামাত সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে নয়টায়, রেল বাজার জামে মসজিদ প্রথম জামাত সকাল সাতটায় ও দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদ সকাল আটটায়, কারবালা জামে মসজিদ প্রথম জামাত সকাল সোয়া সাতটা ও দ্বিতীয় জামাত সকাল নয়টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদ সকাল সাড়ে সাতটায়, কোতোয়ালি জামে মসজিদ সকাল সাড়ে সাত টায়, আশ্রম রোড বায়তুল মামুর জামে মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল নয়টায়, রেল রোড আল-মসজিদুল আকসায় সকাল আটটায়, বারান্দী পাড়া ২নম্বর কলোনি জামে মসজিদে সকাল আটটায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে সাতটা, দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল আটটায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল আটটায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সাড়ে নয়টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল আটটায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহে সকাল আটটায়, মারকাজ মসজিদ সকাল সাড়ে আটটায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, রূপদিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, এড়েন্দা বায়তুস সালাম জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বসুন্দিয়া বায়তুস সালাত মসজিদ কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, শাহাবাজপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলগ্ন ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহে সকাল সাড়ে আটটায়, চুড়ামনকাঠি, ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, বিজয় নগর ঈদগাহে সকাল আটটায়, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ময়দানে সকাল নয়টায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ময়দানে সকাল আটটায়, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, শংকরপুর গোলপাতা জামে মসজিদে সকাল-সাড়ে সাতটায়, নরেন্দ্রপুর কেন্দ্র্রীয় ঈদগাহে সকাল আটটায়, মুনসেফপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, আবাদ কচুয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কেশবপুর উপজেলায় ১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল নয়টায়, আলতাপোল ঈদগাহে সকাল আটটায়, মজিদপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, সাবদিয়া ঈদগাহে সকাল আটটায়, মধ্যকুল ঈদগাহে সকাল আটটায়, ভোগতি ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, নতুন মূলগ্রাম ঈদগাহে সকাল আটটায়, মূলগ্রাম ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বাইসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নুড়ীতলা ঈদগাহে সকাল নয়টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় ও মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
চৌগাছা উপজেলায় ১১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে চৌগাছা কামিল মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, উপজেলা শাহী মসজিদ ঈদগাহে সকাল আটটায়, ইছাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, স্বরূপদাহ ঈদগাহে সকাল সাড়ে আটটায়, সলুয়া বাজার ঈদগাহে সকাল আটটায়, সিংঝুলি ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ফুলসারা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পাতিবিলা ঈদগাহে সকাল আটটায়, পুড়াপাড়া ঈদগাহে সকাল আটটায়, নারায়ণপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায় এবং হাকিমপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছা উপজেলায় ছয়টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে ঝিকরগাছা বি এম হাই স্কুল ময়দানে সকাল আটটায়, কাটাখাল ঈদগাহে সকাল আটটায়, কায়েম কোলা বাজার ঈদগাহ সকাল আটটায়, বাকড়া জে. কে হাইস্কুল ঈদগাহে সকাল আটটায়, মাটিকুমড়া স্কুল ঈদগাহে সকাল আটটায় এবং বাইশা স্কুল ঈদগাহে সকাল আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
মনিরামপুর উপজেলায় ১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে কমলাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, হাঁকাব ঈদগাহে সকাল আটটায়, হাঁকাব কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, মনিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, জয়নগর ঈদগাহে সকাল আটটায়, মহাদেবপুর জুড়ান ঈদগাহে সকাল সাড়ে আটটায়, দুর্গাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, স্বরূপদাহ ঈদগাহে সকাল আটটায়, বাধঘাটা ঈদগাহে সকাল আটটায়, বিজয়রামপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, মনিরামপুর থানা ঈদগাহে সকাল সাড়ে আটটায় এবং জুড়ান ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া উপেজলায় ১৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে দোহাকুলা বাজার ঈদগাহে সকাল সোয়া আটটায়, সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল আটটায়, দয়ারামপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নারিকেল বাড়িয়া ঈদগাহে সকাল আটটায়, রায়পুর ঈদগাহে সকাল আটটায়, খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সোয়া আটটায়, ভাটার আমতলা ঈদগাহে সকাল আটটায়, মহিরন পীরবাড়ী ঈদগাহে সকাল সাড়ে আটটায়, চাড়াভিটা বাজার ঈদগাহে সকাল সাড়ে আটটায়, জামদিয়া বাজার ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ছাতিয়ানতলা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বাঘারপাড়া মহিউসসুন্না ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বেতালপাড়া ঈদগাহে সকাল পৌনে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অভয়নগর উপজেলায় ছয়টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল মাঠে সকাল আটটায়, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পায়রা মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসা সকাল আটটায়, রাজঘাট হাইস্কুল মাঠে সকাল সাড়ে আটটায় এবং পীর বাড়ি ঈদগাহে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মুন্সীগঞ্জ 
শহরের কালেক্টরেট ঈদগা ময়দানে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত সকাল ৮টায়। শহরের দ্বিতীয় ঈদ জামাত টেনিস কমপ্লেক্স মাঠে সকাল সোয়া ৮টায়। ৮টায় তৃতীয় প্রধান জামাতা অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়াও জেলার টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদখান ও গজারিয়া উপজেলায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে। শহর এবং আশ পাশের মসজিদ ও ঈদ গাঁয়ে ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে। তবে শহরের মিনারা জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল পৌনে ৮টায়।

×