ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গত ২০ বছরেও এমন সেবা পাইনি, ইউনূস সরকারকে অনেক ধন্যবাদ!

প্রকাশিত: ২২:৫২, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৫৮, ৩০ মার্চ ২০২৫

গত ২০ বছরেও এমন সেবা পাইনি, ইউনূস সরকারকে  অনেক ধন্যবাদ!

ছবিঃ সংগৃহীত

এবারের ট্রেন সেবা সত্যিই প্রশংসনীয়। ট্রেন সময়মতো আসছে এবং যাত্রীদের জন্য শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। পূর্বের তুলনায় পরিবহন ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে, যা যাত্রীদের জন্য স্বস্তির। এমন সব অভিজ্ঞতায় জানালেন সাধারণ যাত্রীরা।

এক যাত্রী বলেন, "আমাদের জন্য এবারের ট্রেন সেবাটি সত্যিই অভূতপূর্ব। গত ২০ বছরেও যাত্রীদের এমন উন্নত সেবা পাওয়া যায়নি। পূর্বে আমরা যখন ট্রেনে যাতায়াত করতাম, তখন ট্রেনের সময়সূচি অনুযায়ী আসত না এবং অনেক সময় দেরি হতো। কিন্তু এবারই প্রথম, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন এসে দাঁড়িয়ে ছিল। এটি একটি বড় পরিবর্তন এবং যাত্রীদের জন্য খুবই সুবিধাজনক।"

তিনি আরও বলেন, "আমার বন্ধুরা যারা গত ২০ বছর ধরে ট্রেনে চলাচল করেছে, তারা বলেছে, এত উন্নত সেবা তারা আগে কখনো পায়নি। ইউনূস সরকারের উদ্যোগের ফলেই ট্রেনের সময়সূচি, টিকেট ব্যবস্থা এবং শৃঙ্খলা ব্যাপকভাবে উন্নত হয়েছে।"

সূত্রঃ https://youtu.be/UCsNKzGlMWk?si=fuvhj1ugqiDn6fh2

ইমরান

×