ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদে টহল দেবে পুলিশ-র‍্যাব, নিজ উদ্যোগে বাসা-অফিসের খোঁজ রাখার পরামর্শ

প্রকাশিত: ২২:২৪, ২৯ মার্চ ২০২৫

ঈদে টহল দেবে পুলিশ-র‍্যাব, নিজ উদ্যোগে বাসা-অফিসের খোঁজ রাখার পরামর্শ

ছবি: সংগৃহীত

নয় দিনের লম্বা ছুটিতে রাজধানী ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। সড়কে যানবাহনের চাপ কমে এসেছে, জনসাধারণ ছুটেছে ঈদের আনন্দ উপভোগ করতে গ্রামের বাড়িতে। তবে এই সুযোগে অপরাধের ঝুঁকিও বেড়েছে, তাই নগরীর নিরাপত্তা নিশ্চিতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে প্রায় ৭০০ টহল টিম এবং ৭০টিরও বেশি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে র‍্যাব জানিয়েছে, ঈদের ছুটিতে অপরাধ নিয়ন্ত্রণে তাদের মোবাইল টহল কার্যক্রম আরও বাড়ানো হবে।

এছাড়া, বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তা নিজ উদ্যোগে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, "যে বাসা বা অফিস বন্ধ রেখে গেছেন, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তাকর্মীরা যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা, সেটিও নজরদারিতে রাখা উচিত। প্রতিবেশীর বাড়িতেও কোনো সন্দেহজনক কিছু নজরে এলে তা দ্রুত আমাদের জানানোর অনুরোধ করছি।"

ডিবি পুলিশও জানিয়েছে, ঈদের ছুটিতে নগরবাসীর নিরাপত্তায় বিশেষ অভিযান পরিচালিত হবে। কেউ যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো রোধে কাজ করছে ডিবির সাইবার টিম। আইনশৃঙ্খলা বাহিনী নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, সবাই যেন শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/WhyZ6ffW_6k?si=B7hKBsqTReowrtxm

এম.কে.

×