ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

চাঁদপুরের ৪০ গ্রামে আগামীকাল ঈদ

প্রকাশিত: ২২:২৪, ২৯ মার্চ ২০২৫

চাঁদপুরের ৪০ গ্রামে আগামীকাল ঈদ

ছবি সংগৃহীত

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল রোববার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে একই দিনে ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলবসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা প্রায় ৯৫ বছর ধরে আরব দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে ঈদ উদযাপন করে আসছেন। সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মো. আরিফ চৌধুরী জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় সাদ্রা মাদ্রাসা ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উদযাপনকে ঘিরে শনিবার রাত থেকেই এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঘরবাড়ি পরিষ্কার, খাবার প্রস্তুতি এবং মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে সাজসজ্জার কাজ চলছে।

আশিক

×