ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

তবে কি সারাবিশ্বে একই দিনে পালিত হবে ঈদ?

প্রকাশিত: ২১:৪১, ২৯ মার্চ ২০২৫

তবে কি সারাবিশ্বে একই দিনে পালিত হবে ঈদ?

প্রতীকী ছবি

দেখতে দেখতে শেষ হয়ে এলো পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসটি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়েছে মুসলিমরা। টানা এক মাস রোজা পালনের পর বিশ্বব্যাপী মুসলিমরা এখন প্রস্তুতি নিচ্ছেন ঈদ উদযাপনের। আর এই ঈদ নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে মিল রেখে এবার বাংলাদেশেও একই দিনে ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ মার্চ (রোববার) ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, চাঁদ তখন দিগন্তের উপরে থাকবে এবং এটি সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে পশ্চিম আকাশে অস্ত যাবে। চাঁদের উচ্চতা সূর্যাস্তের পর পর্যাপ্ত হলে খালি চোখে দেখা যায়। ৩০ মার্চ ঢাকায় চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘন্টা, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাও বেশি। তাই চাঁদ দেখা নিয়ে বিশেষ কোন সমস্যা হবে না। জ্যোতির্বিজ্ঞানের বিশ্লেষণ ও আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ৩০ মার্চ সন্ধ্যায় শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই ঈদের চাঁদ দেখা যাবে।

মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে ৩০ মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে। তাই এবার সারা বিশ্বে একই দিনে ঈদুল ফিতর উদযাপনের একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। আর যদি তাই হয়, তবে এটি হবে একটি বিরল ঘটনা।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=GSRLAfu_q50

রাকিব

×