ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বিএনপি নেতার পা বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ২১:১৩, ২৯ মার্চ ২০২৫

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বিএনপি নেতার পা বিচ্ছিন্ন

ছবি সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার মোহাম্মদ সালাম (৪৫) নামের স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চাকঢালা ৪৪ নম্বর সীমান্ত পিলারের ওপারে অন্তত ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানায়, মিয়ানমারের ওপারে সীমান্ত দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী অ্যান্টি পারসোনাল মাইন স্থাপন করে। মিয়ানমারের পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার আশেপাশের মাইনের বিস্ফোরণে মোহাম্মদ সালাম নামে একজন গুরুত্বর আহত হয়ে বাম পা হারিয়েছেন। সে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক বলেন, আহত ব্যাক্তি কাঠ সংগ্রহের জন্য অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে দুর্ঘটনার কবলে পড়েন। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

আশিক

×