ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদের দিন মেট্রোরেল চলবে না

প্রকাশিত: ২১:০০, ২৯ মার্চ ২০২৫

ঈদের দিন মেট্রোরেল চলবে না

পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল সার্ভিস বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে, তবে ঈদের পরদিন থেকে যথারীতি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে।

তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।

গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। 

 

 

রাজু

×