ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

যমের জঙ্গলে বটগাছের গোড়া থেকে বেরিয়ে এলো এক অলৌকিক হাত, দাবি স্থানীয়দের

প্রকাশিত: ১৮:৩২, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৩৪, ২৯ মার্চ ২০২৫

যমের জঙ্গলে বটগাছের গোড়া থেকে বেরিয়ে এলো এক অলৌকিক হাত, দাবি স্থানীয়দের

ছবি: সংগৃহীত

নীলফামারীতে শিয়াল তাড়াতে গিয়ে হঠাৎ করে একজনের চোখে পড়েছে মানুষের একটি হাত সদৃশ বস্তু, যেটি বটগাছের গোড়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বলে দাবি স্থানীয়দের। অদ্ভুত ও রহস্যময় এই ঘটনাটি ঘটেছে নীলফামারীর যমের জঙ্গল নামের এলাকায়।

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা বলছে, 'হাতটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। দুপুর দেড়টা থেকে এক দেড় ঘন্টার মধ্যে যতটুকু বেরিয়েছে ততটাই আমরা দেখতে পাচ্ছি। হাতটার সামনের দিকে নখের মতো জায়গাগুলোতে সাদা রঙের কোনো কিছু একটা রয়েছে, যেটি পাথর হতে পারে।'

এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এবং অদ্ভুত এই ঘটনার সাক্ষী হতে শত শত মানুষ, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করছেন বটগাছটির আশেপাশে।

নীলফামারীর বুড়িখোড়া নদীর পার্শ্ববর্তী এই যমের জঙ্গল নামক এলাকায় ঘটা রহস্যময় এই ঘটনাটিকে গিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ২০০ বছরের পুরনো এই বটগাছটিকে ঘিরে স্থানীয় হিন্দু ধর্মের লোকেরা নানা রকমের পূজা-অর্চণা শুরু করেছেন।

স্থানীয়রা জানান, কমল বাবু নামের একজন লোক শিয়াল তাড়াতে এসে প্রথমে এই হাতটি দেখতে পান। কমল বাবু জানান, তিনি ছাগল চড়াতে এসে একটি শিয়ালকে তাড়াতে তাড়াতে বটগাছের কাছে আসেন। তখন বটগাছের গোড়ার দিকে নজর পড়লে তিনি মানুষের একটি হাতের মতো দেখতে পান, যেটি গাছের ভেতর থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে।

কমল বাবু স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যে তা এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে অলৌকিক এই ঘটনার সাক্ষী হতে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন বটগাছটির আশেপাশে, যাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বীর।

তবে এই ঘটনাকে অনেকে গুজব সৃষ্টি করে পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা এবং কেউ ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেন অনেকে। কেউ কেউ আবার হাত সদৃশ এই বস্তুটিকে এক ধরনের ছত্রাক বা বট গাছের শিকড় হতে পারে বলেও জানাচ্ছেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=km28kdxQvag

রাকিব

×