
ছবিঃ সংগৃহীত
সিরাজগঞ্জে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বক্তৃতায় বলেন, "গণপরিষদ আগে দিতে হবে, কেন ভাই? বাংলাদেশ কী বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? গণপরিষদ দিতে হয় যখন একটি দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর যে দেশে কোনো আইন থাকে না, সরকার থাকে না, সংবিধান থাকে না, তখন সেখানে একটি গণপরিষদ করে সংবিধান রচনা করা হয়, সরকার গঠন করার পূর্বে। আমাদের এই দেশ এই ভূখণ্ড পেয়েছি ১৯৭১ সালে, ১৬ ডিসেম্বর ৯ মাস যুদ্ধ করে। তাহলে গণপরিষদের কথা কেন বলা হচ্ছে? কারা বলতে চাচ্ছে?"
তিনি আরও বলেন, "তাদের ৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, তাদের রাজনৈতিক দল ৭১ সালে অপরাধ করেছেন বলে মনে করা হয়। এখন কি ৭১ এর স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা?"
মারিয়া