
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনুষ্ঠানিক গাউন পরিয়ে প্রধান উপদেষ্টাকে সম্মান জানায়। ডক্টর ইউনূসের বক্তব্যে মুগ্ধ হন হলরুম ভর্তি তরুণ ছাত্র-ছাত্রীরা।
ডক্টর ইউনূস তার বক্তব্যে তরুণদেরকে চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “নতুন বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র্য এবং বেকারত্ব মুক্ত।” তিনি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথাও তুলে ধরেন।
এছাড়া, প্রধান উপদেষ্টার চীন সফরকালে একটি গুরুত্বপূর্ণ খবর আসে। বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, চীন কুনমিংয়ের একটি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বিশেষভাবে মনোনীত করেছে। এরইমধ্যে, চীনা বিমান সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশে চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন ফ্লাইটগুলি ভ্রমণ খরচ কমিয়ে আনবে, ফলে বাংলাদেশের অধিক সংখ্যক মানুষ চীনের স্বাস্থ্য সেবা সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফর শেষে শনিবার তিনি দেশে ফিরবেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=v-c_wlD4Oj8
আবীর