
ছবিঃ সংগৃহীত
পিকিং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ড. মো. ইউনূসকে বাংলায় অভিবাদন জানান। চীনের দক্ষিণ এশিয়া বিভাগের ছাত্রী চেরিকং, ড. ইউনূসকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে বলেন, "আসসালামু আলাইকুম প্রফেসর ইউনূস, শুভ সকাল। আমার নাম চেরিকং, আমি দক্ষিণ এশিয়া বিভাগের ছাত্রী, আপনার সাথে দেখা করে আমি খুশি।" তিনি পুরো এই বক্তব্য বাংলায় উচ্চারণ করেন।
এরপর, তিনি ড. ইউনূসকে একটি প্রশ্ন করেন এবং তার প্রশ্ন শেষে বাংলায় "আপনাকে ধন্যবাদ" বলার মাধ্যমে শ্রদ্ধা জানান। একইভাবে, ড. ইউনূসও তাকে ধন্যবাদ জানান।
মারিয়া