ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

স্বাক্ষর ও সীল জালিয়াতিসহ প্রতারণায় অভিযুক্ত আসামি জাফর গ্রেফতার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:৪২, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৫১, ২৯ মার্চ ২০২৫

স্বাক্ষর ও সীল জালিয়াতিসহ প্রতারণায় অভিযুক্ত আসামি জাফর গ্রেফতার

ছবি: সংগৃহীত

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

সাম্প্রতিক সময়ে প্রতারক জাফর ইকবাল স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ন ব্যক্তিদের পরিচয়ে অফিসিয়াল স্বাক্ষর ও সীল ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকুরী দেয়া, পদোন্নতি প্রদান, বদলী সংক্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ হতে গবাদি পশুসহ অন্যান্য দ্রব্যসামগ্রী আমদানির জন্য অনুমতি প্রদান সংক্রান্ত দালালি কার্যক্রম করে প্রতারণামূলকভাবে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আসছিল। র‌্যাব উক্ত প্রতারককে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ জাফর ইকবাল (৪৬), পিতাঃ মোঃ নবাব হোসেন প্রামানিক, গাইবান্ধা’কে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে উদ্ধার করা হয় প্রতারনার কাজে ব্যবহৃত স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূয়া স্বাক্ষরিত বিভিন্ন নথিপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সীল, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জামাদি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বিভিন্ন প্রতারণার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উচ্চাভিলাশী জীবন-যাপন করার উদ্দেশ্যে গ্রেফতারকৃত প্রতারণার কাজ বেছে নেয়। তিনি দীর্ঘদিন যাবৎ এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত জাফর ইকবাল বিভিন্ন এলাকার চাকুরী প্রত্যাশীদের বলত যে, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে তার সু-সম্পর্ক রয়েছে। এভাবেই চাকুরী প্রত্যাশীদের বিশ্বাস অর্জন করে এবং চাকুরী দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিত। তিনি প্রতারণার মাধ্যমে চাকুরী দেয়াসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, বদলী সংক্রান্ত এবং ব্যবসায়ীদের পাশ্ববর্তী দেশের সাথে গবাদি পশুসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী আমদানী ও রপ্তানীর অনুমতি প্রদানের কথা বলে অসংখ্য ব্যক্তির নিকট হতে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। 

গ্রেফতারকৃত জাফর ইকবাল মূলত মিথ্যা তথ্যের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করে আসছিল। সাম্প্রতিক সময়ে এক ব্যবসায়ীকে সীমান্ত এলাকায় গবাদী পশুর বিট/খাটাল স্থাপনের/গবাদি পশু আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ভুয়া স্বাক্ষরিত অনুমতি পত্র প্রদান করেন। গ্রেফতারকৃত জাফর ইকবাল এর স্থায়ী কোন অফিস না থাকায় বিভিন্ন সময়ে ভাড়া বাসাকে অফিস হিসেবে ব্যবহার করে আসছিল। 

গ্রেফতারকৃত জাফর ইকবাল এর বিরুদ্ধে গাইবান্ধা সাদুল্যাপুর থানায় এফআইআর নং-০৪, তারিখ ০৫ ডিসেম্বর ২০১০, জি আর নং-৪০৭/২০১০, তারিখ ০৫ ডিসেম্বর ২০১০, সময় ধারা-১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০, এজাহারে অভিযুক্ত থাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। গ্রেফতারকৃত জাফর ইকবাল রাজধানীর খিলক্ষেত এলাকায় আত্মগোপনে থাকাকালীন র‌্যাব কর্তৃক গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শহীদ

×