
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন হারুয়ালছড়ি বড়বিল এলাকায় নির্বিচারে দিনে-রাতে এস্কেভেটর দিয়ে পাহাড়, টিলা ও কৃষি জমির মাটি কেটে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে।
এই মাটি দিয়ে আবাসনের জন্য অন্যত্র কৃষিজমি ভরাট করায় চাষের জমির পরিমাণ যেমন কমছে, তেমনি তা উর্বরতাও হারাচ্ছে। জানা গেছে, প্রশাসনের অভিযান না থাকায় মাটি কাটার হিড়িক পড়েছে উপজেলার বিভিন্ন অঞ্চলে।
কৃষকরা বলছেন, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা মাটি কাটার ব্যবসায় জড়িত। নামমাত্র মূল্য দিয়ে কৃষিজমির মাটি এস্কেভেটর দিয়ে কাটা হয়। পরে ভরাট কাজের জন্য এসব মাটি বিক্রি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানা যায়, 'মাটি কাটার ফলে আশপাশের শত শত একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব জমি আর চাষাবাদের উপযোগী থাকে না। এলাকার ক্ষমতাসীন লোকজন হওয়ায় তাদের বাধা দেওয়ার সামর্থ্য নেই জমির নিরীহ মালিকদের। ফলে ফসলী জমি কেটে পুকুর বানাচ্ছে মাটি সন্ত্রাসীরা।'
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় দিনে-রাতে এভাবে মাটি কাটার ধুম চলছে। সুনির্দিষ্ট তথ্যানুযায়ী অভিযান অব্যাহত থাকলেও প্রশাসন নির্বিকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, বালু ও মাটিখেকোদের বিরুদ্ধে তাদের অভিযান থেমে নেই।
ইউনুস মিয়া/রাকিব