ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

প্রায় দ্বিগুন টাকায় অগ্রিম টিকেট বিক্রি করছেন পরিবহন বাস কর্তৃপক্ষ

ঈদ বকশিশের নামে সড়কে অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৫:০১, ২৯ মার্চ ২০২৫

ঈদ বকশিশের নামে সড়কে অতিরিক্ত ভাড়া আদায়

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতর সামনে রেখে ঈদ বকসিশের নামে সিন্ডিকেট গড়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন বাস, মিনি বাস ও মাহেন্দ্র গাড়ীর কর্তৃপক্ষ। এতে যাত্রীদের বাড়তি ভাড়া পরিশোধ করতে হচ্ছে। অভিযোগ রয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যোগসাজসে এ অতিরিক্ত ভাড়া আদায় করছেন বাস কর্তৃপক্ষ। এর মধ্যে পরিবহন বাস কর্তৃপক্ষ আমতলী কাউন্টার থেকে প্রায় দ্বিগুন ভাড়ায় অগ্রিম টিকেট বিক্রি করছেন। দ্রুত বকসিশের নামে  অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবী জানিয়েছেন যাত্রীরা।


জানাগেছে,  পবিত্র ঈদ-উল ফিতরের আর মাত্র দুইদিন বাকী। ঈদকে পুঁজি করে বকসিশের নামে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পরিবহন বাস, মিনি বাস ও মাহেন্দ্র গাড়ীর মালিকপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন বিষয়টি জেনেও অজ্ঞাত কারনে নিরব ভুমিকা পালন করছেন। তাদের নিরবতার কারনেই সড়কে বকসিশের নামে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বাস মালিকপক্ষ এমন অভিযোগ যাত্রীদের। আরো অভিযোগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে বাস মালিকরা এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়ার একটি অংশ তাদের পকেটে যাবে। 


শনিবার খোজ নিয়ে যানা গেছে, আমতলী-ঢাকা বাস ভাড়া ৬৫০ টাকা, কিন্তু আদায় করছেন ৯০০ টাকা থেকে এক হাজার টাকা। অপর দিকে আমতলী-পটুয়াখালী বাস ভাড়া ৭০ টাকা কিন্তু আদায় করছেন ৮০ টাকা। আমতলী-তালতলী আঞ্চলিক সড়কে মাহেন্দ্র গাড়ী ভাড়া ৮০ টাকা কিন্তু আদায় করছে ১০০ টাকা। এভাবে সকল আঞ্চলিক সড়কে  বেশী ভাড়া আদায় করছেন। 
নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, গত ২৩ মার্চ থেকে বাস মালিকরা বকসিশের নামে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ওই পরিবহন বাস, মিনি বাস ও আঞ্চলিক সড়কে মাহেন্দ্র গাড়ীর অতিরিক্ত ভাড়া আদায়ের পিছনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যোগসাজস রয়েছে। তাদের যোগসাজসে বাস কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করতে সাহস পাচ্ছেন। এ অতিরিক্ত ভাড়া আদায়ের বড় একটি অংশ বিএনপির নেতাদের পকেটে যাচ্ছে। ওই সিন্ডেকেট চক্র ঈদ শেষ হওয়ার পরেও আট দিন সড়কে বাড়তি ভাড়া আদায় করবেন বলে জানাগেছে।  


ঢাকা-আমতলী-কুয়াকাটা  মহাসড়কে প্রতিদিন অন্তত দুই শতাধিক পরিবহন বাস, বরিশাল-পটুয়াখালী-আমতলী- কুয়াকাটা সড়কে অর্ধ শতাধিক মিনি বাস চলাচল করছে। এছাড়া আমতলী-তালতলী আঞ্চলিক সড়কে শতাধিক মাহেন্দ্র, আমতলী-শাখারিয়া,আমতলী-গাজীপুরসহ অন্যান্য সড়কে দুই শতাধিক মাহেন্দ্র চলাচল করছে। এ সকল পরিবহন বাস, মিনি বাস ও মাহেন্দ্র গাড়ী অতিরিক্ত ভাড়া আদায় করছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বললে সমস্যা হবে। তাদের সাথে থেকে কিছু পাই তা দিয়ে সংসার চলে। বললে চাকুরীতো থাকবে না, তারপর মারতো খেতেই হবে। একটি সিন্ডেকেট চক্র বকসিশের নামে সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এ টাকার ভাগ বিএনপির নেতারাও নিচ্ছেন। 
যাত্রী মারুফ হাওলাদার বলেন, ঢাকা থেকে মামুন পরিবহন বাসে এক হাজার টাকায় আমতলী এসেছি। তাও ভালো সিট পাইনি। ঈদকে পুঁজি করে পরিবহন বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এমন গলাকাটা ভাড়া আদায় বন্ধের দাবী জানান তিনি।  
নাশির উদ্দিন বলেন, আগামী ৬ এপ্রিল ঢাকা যেতে আমতলী বাস কাউন্টার থেকে শামীম পরিবহনে ১১’শ টাকায় একটি অগ্রিম টিকেট সংগ্রহ করেছি। তারা প্রায় দ্বিগুন ভাড়া আদায় করছে। এভাবে ভাড়া আদায় বন্ধের দাবী জানান তিনি। 
আব্দুল ওহাব তালুকদার বলেন, আগামী ৬ এপ্রিল ঢাকায় যেতে আমতলী বাস কাউন্টার থেকে ইউনিক পরিবহনের ৪ হাজার ৮’শ টাকায় চারটি টিকেট ক্রয় করেছি। এভাবে দ্বিগুন ভাড়া বন্ধের দাবী জানান তিনি। 
পটুয়াখালী থেকে আসা যাত্রী সোহরাফ বলেন, ৭০ টাকার ভাড়া বকসিশের কথা বলে ৮০ টাকা নিলো। প্রতিবাদ করলাম সুপার ভাইজার বললো ঈদতো একটু বেশী ভাড়া দিতেই হবে। 
মাহেন্দ্র চালক জিয়া উদ্দিন ও লোকমান বলেন, ঈদ উপলক্ষে কিছু অতিরিক্ত ভাড়া নিচ্ছি। 
ইউনিক পরিবহন বাসের দক্ষিণাঞ্চলের এড়িয়া ম্যানেজার আলহাজ্ব রুহুল আমিন বলেন, কোন অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বরগুনা বাস মালিক সমিতির সদস্য হাসান মৃধা বলেন, সড়কে বকসিশের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। যা শুনছেন তা গুজব।   
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারেক হাসান বলেন, দ্রুত অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা হবে। 

শিহাব

×