ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

২১ বছর ধরে আমি বাংলা পড়াই, ড. ইউনূসকে পেয়ে আমরা খুব খুশি, বাংলায় উচ্ছ্বাস প্রকাশ করলেন চীনা অধ্যাপক

প্রকাশিত: ১৪:৩০, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৩১, ২৯ মার্চ ২০২৫

২১ বছর ধরে আমি বাংলা পড়াই, ড. ইউনূসকে পেয়ে আমরা খুব খুশি, বাংলায় উচ্ছ্বাস প্রকাশ করলেন চীনা অধ্যাপক

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস চারদিনের সফরে বর্তমানে চীনে আছেন। আজ সকালে তিনি চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের চাইনিজ এবং বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর, তাকে সম্মাননাসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এই সফর ছিলো ড. ইউনূসের জন্য এক অত্যন্ত সুন্দর মুহূর্ত।

পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের প্রধান এবং গবেষক ড. জাং শিং এই সম্মাননা অনুষ্ঠান সম্পর্কে বাংলায় বলেন, "এ বছর চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আমাদের বিশ্ববিদ্যালয় ড. মো. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের ছাত্র-ছাত্রীরা তাঁর সাথে আলাপ করতে পেরেছে এবং তাঁকে অভিনন্দন জানাতে সক্ষম হয়েছে।"

তিনি আরও বলেন, "পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার অধ্যয়ন ২০০৪ সাল থেকে শুরু হয়েছে এবং আমি ২১ বছর ধরে এখানে বাংলা পড়িয়ে আসছি। এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা শিখেছি। আমি খুব আনন্দিত যে আমার অনেক ভালো ছাত্র-ছাত্রী রয়েছে যারা বাংলাদেশ-চীন মৈত্রীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়, এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে তারা অনেক কিছু করতে সক্ষম হবে।"

ড. মো. ইউনূসের চীন সফরটি দুই দেশের মধ্যে আরও গভীর সম্পর্ক স্থাপন এবং সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/_XZlwAjUxtQ?si=NVWcEit2FRUTJ9ZY

মারিয়া

×