ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আ’লীগ ৭-৮ মাসেও গণহত্যার ব্যাপারে কোন অপরাধ শিকার করেনি, দুঃখপ্রকাশ করেনি : সাইফুল হক

প্রকাশিত: ১৩:৫৩, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৫৪, ২৯ মার্চ ২০২৫

আ’লীগ ৭-৮ মাসেও গণহত্যার ব্যাপারে কোন অপরাধ শিকার করেনি, দুঃখপ্রকাশ করেনি : সাইফুল হক

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বক্তব্যে বলেন, আওয়ামী লীগ এখনও গণহত্যা সম্পর্কিত কোন অপরাধ স্বীকার করেনি এবং তাদের কোনো দুঃখপ্রকাশ বা ক্ষমা প্রার্থনা নেই। সাইফুল হক আরও বলেন, “৭-৮ মাস হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ এখনো গণহত্যার দায় নিতে প্রস্তুত নয়, তাদের কোনো বিব্রতবোধ নেই।”

তিনি আরো বলেন, “এই ধরনের তৎপরতা গণঅভ্যুত্থানের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে। গণঅভ্যুত্থান যে সম্ভাবনা সৃষ্টি করেছিল, সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথ তৈরি হয়েছিল, সেটি বিভক্ত হয়ে যাচ্ছে।” সাইফুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতের ভুল ইতিহাস ঢাকার জন্য অপতৎপরতা চালাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।

সাইফুল হক আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো যখন নিজেদের ভিশন অনুযায়ী কথা বলে, তখন তাদের উচিত অতীতের দায় নিয়ে এগোনো। তিনি বলেন, “যখন আপনি শিকড় ধরে টান দেন, তখন মনে হয় আপনি অতীতের ব্যাগেজ নিয়ে হাঁটছেন, যেখানে কোনো অনুশোচনা, দুঃখবোধ বা ক্ষমা প্রার্থনা নেই।”

এছাড়া, তিনি চলমান নাশকতার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “অর্জনগুলো বিসর্জনে পরিণত হতে পারে যদি এই ধরনের ষড়যন্ত্র বন্ধ না হয়।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1HQBvQZT6u/

মারিয়া

×