ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সাইফুল হক

১৬ বছরে আ’লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে যে বয়ান তৈরি করেছে, এর ৯০ ভাগ শুনতে গেলে এখন ডাস্টবিনে যাবে

প্রকাশিত: ১৩:২৯, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৩০, ২৯ মার্চ ২০২৫

১৬ বছরে আ’লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে যে বয়ান তৈরি করেছে, এর ৯০  ভাগ শুনতে গেলে এখন ডাস্টবিনে যাবে

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দাবি করেছেন যে, আওয়ামী লীগ গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বয়ান তৈরি করেছে, তার ৯০% যদি শোনা হয়, তবে সেগুলো ডাস্টবিনে চলে যাবে। সাইফুল হকের মতে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ান মূলত দলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য প্রস্তুত করা হয়েছে এবং তা দেশের ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এছাড়াও সাইফুল হক বলেন, আওয়ামী লীগ এই বয়ান দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাদের মূল উদ্দেশ্য ছিল দলীয় অবস্থানকে জোরালোভাবে প্রতিষ্ঠিত করা। তিনি আরও জানান, এই ধরনের রাজনৈতিক বয়ান অতীতের ভুল ইতিহাসকে ঢাকার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যা জনগণ আর গ্রহণ করছে না।

তিনি বলেন, "যে বয়ানগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো শুধু একটি দলের স্বার্থকে প্রতিফলিত করে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের প্রতি অবমাননা। ১৬ বছরের মধ্যে, আওয়ামী লীগ যা করেছে, তার বেশিরভাগই শুধু দলীয় অঙ্গীকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, যা ইতিহাসের সঙ্গে মিলিত নয়।" 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1HQBvQZT6u/

মারিয়া

×