
ছবিঃ সংগৃহীত
আজান হচ্ছিল, ইফতার করতে বসা অবস্থায় এক সেনাবাহিনীর অফিসারের ফোন আসে, শোডাউন করে চাঁদাবাজির খবর। ইফতার শেষ না করেই পেট্রোল রেডি করে এখনই বের হওয়ার নির্দেশ দেন তিনি। অধিনস্ত এক সৈনিক অবাক হয়ে বলে, "কিন্তু স্যার, আযান দিয়ে দিয়েছে তো, ইফতারটা?" সাদমান চোখে কঠোরতা নিয়ে বলেন, "এটাই আমাদের ডিউটি, এতোগুলো মানুষের জীবন বিপন্ন, এমন পরিস্থিতিতে আমরা বসে খেতে পারি না। ইফতারটা পরে করবো, এখন আমাদের দায়িত্ব পূর্ণ করতে হবে।"
এরপর তারা ছুটে যায় অপরাধীর পেছনে, জীবনবাজি রেখে, গাড়িবহর নিয়ে অপরাধীর আস্তানার দিকে। এমন সময় এক সৈনিকের কাছে ফোন আসে, জানতে চাওয়া হয়, ইফতার করেছে কিনা। তিনি ধীরে জানিয়ে দেন, "আমরা এখন বিপদের মুখে পড়া মানুষের কাছে যাচ্ছি, তাদের উদ্ধার করতে।" অন্যপ্রান্তে, তার স্ত্রী স্নেহভরে বলে, "ঈদ তো চলে আসলো, এবার কি বাড়ি আসবে না? তুমি তাদের নিয়ে মাকেটে গিয়ে ঈদের জামাকাপড় কিনে দিও, আর হ্যাঁ, আমার হয়ে তাদের মাথায় হাত রেখে ঈদের সালামি দিয়ে দিও, এপাশ থেকে সেনা বলেন"।
বাস্তবতা অনেক কঠিন। স্বপ্ন তাদের বাড়ি যায় না, কারো কারো স্বপ্ন যায় না বাড়ি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/rtvnews247/videos/1590595374978049
মারিয়া