ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি, হোটেল-রিসোর্টে শেষ আগাম বুকিং

প্রকাশিত: ১২:৫৮, ২৯ মার্চ ২০২৫

পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি, হোটেল-রিসোর্টে শেষ আগাম বুকিং

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত হয়ে উঠেছে পাহাড়ি জেলা রাঙ্গামাটি। জেলার বেশিরভাগ হোটেল ও মোটেলে আগাম বুকিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। 

পাহাড়, নদী ও ঐতিহ্যবাহী স্থাপত্যে ঘেরা দর্শনীয় স্পটগুলো নতুন সাজে সজ্জিত হচ্ছে। ভ্রমণপিপাসুদের ঢল নামবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা, যা পর্যটন খাতকে চাঙ্গা করবে।

পাহাড়, নদী ও নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা রাঙ্গামাটিতে প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ে। এবারও দীর্ঘ ছুটিতে পর্যটক সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে হোটেল-মোটেলের ৫০% এর বেশি বুকিং সম্পন্ন হয়েছে। সাজেকেও প্রতিদিন দুই থেকে তিন হাজার পর্যটকের থাকার ব্যবস্থা করা হয়েছে।

রমজানের পরবর্তী সময়কে কেন্দ্র করে পর্যটন ব্যবসায়ীরা ভালো সাড়া পাচ্ছেন। এক পর্যটন উদ্যোক্তা বলেন, "আমরা বুকিংয়ের ভালো সাড়া পাচ্ছি। গত এক মাস ধরে যে ক্ষতি হয়েছিল, আশা করছি ঈদের লম্বা ছুটিতে তা পুষিয়ে নিতে পারবো। আমরা ট্যুরিস্টদের উৎসাহিত করছি সাজেকে বেড়াতে আসার জন্য।"

ঈদে পর্যটক সমাগম মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশের পোশাকি ও সিভিল নজরদারি বাড়ানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিলা ইসলাম

×