ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

প্রধান উপদেষ্টার ১২ দফা নির্দেশনা, সরকারের প্রশংসামূলক বক্তব্য বাদ দিতে হবে ডিসিদের

প্রকাশিত: ১২:১৬, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১২:১৮, ২৯ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার ১২ দফা নির্দেশনা, সরকারের প্রশংসামূলক বক্তব্য বাদ দিতে হবে ডিসিদের

ছবি: সংগৃহীত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের (ডিসি) জন্য ১২ দফা নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে সরকারের প্রশংসামূলক বক্তব্য পরিহার করাসহ প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডিসিদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমির নামজারি ও রেজিস্ট্রেশনসহ সব নাগরিক সেবা হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে নিশ্চিত করতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, কোনো ধরনের পুলিশি তদন্ত ছাড়া পাসপোর্ট প্রদানের বিষয়টিও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জমি রেজিস্ট্রেশন, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবাগুলো কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আইন মেনে চলার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের ভয়ভীতি, তদবির বা স্তুতিবাক্য পরিহারের তাগিদ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ পর্যায়ে ডিসিদের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে।

সায়মা ইসলাম

×