
ছবি : সংগৃহীত
আজ শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে এসব কথা বলে ড. ইউনূস। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
ড. ইউনুস তাঁর ভাষণে আরও বলেন, ‘যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।’
ড. ইউনূস তাঁর ভাষণে বলেন, ‘‘দারিদ্র্য মুক্তিই নতুন বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। তবে এ পথে অনেক বাধা রয়েছে, যা কাটিয়ে উঠতে সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’’ তিনি আরও যোগ করেন, ‘‘বাংলাদেশের তরুণরা সঠিক সুযোগের জন্য সংগ্রাম করছে, কিন্তু বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা তাদের সম্ভাবনাকে দমন করছে। এটি আমাদের সমাজের মূল সমস্যা।’’
প্রধান উপদেষ্টা চাকরির প্রচলিত ধারণাকে ‘‘ভুল’’ আখ্যা দিয়ে বলেন, ‘‘প্রতিষ্ঠানিক শিক্ষা ও চাকরির সুযোগ নাগরিকদের অধিকার, কিন্তু চাকরি সৃজনশীলতাকে ধ্বংস করে।’’ তিনি সামাজিক ব্যবসা ও উদ্যোক্তৃত্বের মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনের ওপর জোর দেন।
আঁখি