ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

অল্প সংখ্যক পুলিশকে আসামি করার কারণ জানালেন চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ১১:০১, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১১:০২, ২৯ মার্চ ২০২৫

অল্প সংখ্যক পুলিশকে আসামি করার কারণ জানালেন চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমরা মোট ৫০ জনের মতো পুলিশ সদস্যকে আসামি করেছি। অথচ বাংলাদেশের ২০০০ এর বেশি মানুষকে খুন করা হয়েছে। এর সাথে হাজার হাজার পুলিশ বাহিনী জড়িত ছিল। ২৫ হাজারের বেশি আহত হয়েছে এর ভয়াবহতার মাত্রা আপনারা দেখেছেন। আমরা হাজার হাজার পুলিশকে ধরছি না, এটার মেসেজ হচ্ছে আমরা সবাইকে ঢালাওভাবে শিকারে পরিণত করব না। আমরা শুধুমাত্র নির্দেশদাতা এবং মাস্টারমাইন্ড দের টার্গেট করছি, কনস্টেবল পর্যায়ের পুলিশ নয়। আমরা শেখ হাসিনার প্রধান মাস্টারমাইন্ড এবং সুপ্রিয়র যারা ছিল তাদেরকে ধরবো ।তারপর ক্যাবিনেটে যারা ছিল তাদেরকে ধরবো এবং যারা সরাসরি নির্দেশ দিয়েছিল শুধুমাত্র তাদেরকে ধরবো।

তিনি আরো বলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই তাদের বিরুদ্ধে সকল প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে। তারা মানুষকে সার্ভেইলেন্সে রাখার জন্য নিষিদ্ধ ঘোষিত পেগাসাস পদ্ধতি ব্যবহার করেছে। শত কোটি টাকা খরচ করে সেই প্রযুক্তি বাংলাদেশে এনে দেশের মুক্তি কামে মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

ফারুক

×