ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য দূর করাই লক্ষ্য: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১০:৫৮, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১১:২৯, ২৯ মার্চ ২০২৫

দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য দূর করাই লক্ষ্য: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত


শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।  

 


ড. ইউনূস তাঁর ভাষণে বলেন, ‘‘দারিদ্র্য মুক্তিই নতুন বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। তবে এ পথে অনেক বাধা রয়েছে, যা কাটিয়ে উঠতে সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’’ তিনি আরও যোগ করেন, ‘‘বাংলাদেশের তরুণরা সঠিক সুযোগের জন্য সংগ্রাম করছে, কিন্তু বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা তাদের সম্ভাবনাকে দমন করছে। এটি আমাদের সমাজের মূল সমস্যা।’’  


প্রধান উপদেষ্টা চাকরির প্রচলিত ধারণাকে ‘‘ভুল’’ আখ্যা দিয়ে বলেন, ‘‘প্রতিষ্ঠানিক শিক্ষা ও চাকরির সুযোগ নাগরিকদের অধিকার, কিন্তু চাকরি সৃজনশীলতাকে ধ্বংস করে।’’ তিনি সামাজিক ব্যবসা ও উদ্যোক্তৃত্বের মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনের ওপর জোর দেন।  

 

 
ড. ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফরের অন্যতম আকর্ষণ ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক, যেখানে তিস্তা নদীর পানিবণ্টন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। গত বৃহস্পতিবার তিনি বোয়াও ফোরাম ফর এশিয়ায়ও বক্তৃতা দেন। আজ শুক্রবার তিনি বাংলাদেশে ফিরবেন বলে ожиিত।  


ড. ইউনূসের এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষত জলসম্পদ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

আঁখি

×