ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

অনেকে স্বার্থের কারণে মানুষকে নিয়ে রাজনীতি করে: সারজিস

প্রকাশিত: ১০:৫৭, ২৯ মার্চ ২০২৫

অনেকে স্বার্থের কারণে মানুষকে নিয়ে রাজনীতি করে: সারজিস

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-র প্রধান সংগঠক সারজিস আলম বলেন, এই দেশ কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়। এই দেশে যারা বসবাস করে, যারা এই দেশের নাগরিক, এই দেশ তাদের সবার।

তিনি আরও বলেন, আমরা ৫ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি, অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। শুনেছি, অনেকের স্থাপনায় হামলা হয়েছে। এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। যারা এসব করেছে, তারা মূলত সুযোগসন্ধানী ও দখলদার। এরকম কাজ আওয়ামী লীগের সময়েও হয়েছে, এখনও কেউ কেউ করছে, ভবিষ্যতেও করবে। এরা কোনো দলের নয়, এরা ধান্দাবাজ। এদেরকে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না।

এছাড়াও তিনি বলেন, অনেকেই ব্যক্তিগত ও বিভিন্ন স্বার্থের কারণে মানুষকে নিয়ে রাজনীতি করে। আপনাদের সামনে আমাকে নিয়েও বলা হতে পারে, অন্য কাউকে নিয়েও বলা হতে পারে। স্বার্থের দ্বন্দ্ব তৈরি হলেই দেখবেন, মানুষ কথা লাগিয়ে দেবে, নানা ধরনের অপপ্রচার চালাবে। এরকম লোকজন প্রতিটি এলাকায়ই আছে। আমি বলবো, এইসব কথায় কান দেবেন না। যদি আমার বা আমাদের দল সম্পর্কে কোনো ভুল ধারণা থাকে, তবে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি প্রয়োজন হয়, আপনাদের বাড়িতে গিয়ে এসব প্রশ্নের উত্তর দেব। আমাদের সেই মানসিকতা আছে।

তিনি বলেন, যদি কোনোদিন আপনাদের মনে হয়, আমার কোনো কথা বা কাজে আপনাদের মনে কষ্ট দিয়েছে, তাহলে আমাকে বলবেন। আমাদের দল ভুল স্বীকার করে সঠিক পথে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখে।

শিলা ইসলাম

×