
ঈদ-উল-ফিতরে বাড়ি যাওয়ার জন্য স্বস্তির কথা মাথায় রেখে অনেকেই বেছে নিয়েছেন রেলযাত্রা। শনিবার (২৯ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়। ভোর থেকে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেছে। ভিড় থাকা সত্ত্বেও যাত্রীদের মধ্যে কোনো উদ্বেগ নেই। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য।
অতিরিক্ত যাত্রী সামাল দিতে স্টেশনের গেইটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভেতরে সীট না পেয়ে অনেকেই ট্রেনের ছাদে জায়গা করে নিয়েছেন।
গত কয়েকদিন যাবৎ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢোকার উপর যেই প্রতিবন্ধকতা ছিল তা অনেকাংশেই শিথিল করা হয়েছে আজ। এত মানুষের চাপে অনলাইন টিকিট ক্রস চেক করে প্ল্যাটফর্মে ঢোকানো আজকের দিনের জন্য কিছুটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে যাত্রা এখনও পর্যন্ত স্বস্তির রয়েছে।