ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১০:০৫, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ১০:০৭, ২৯ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত

চীনের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। শনিবার সকালে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্মাননা প্রদান করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

 

অনুষ্ঠানে ড. ইউনূসকে আনুষ্ঠানিকভাবে গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীরা। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা প্রদান করেন, যেখানে তিনি তার সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনের দর্শন উপস্থাপন করেন। বক্তৃতা শেষে তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

 

 

ড. ইউনূস গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল পিকিং বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননা লাভ। সম্মাননা গ্রহণের পর শনিবার তিনি বাংলাদেশে ফিরে আসেন বলে জানা গেছে। পিকিং বিশ্ববিদ্যালয় চীনের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাত, যার এই সম্মাননা ড. ইউনূসের বৈশ্বিক অবদানেরই স্বীকৃতি বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

আঁখি

×