
ছবি: সংগৃহীত
ঈদ উপলক্ষে শেকড়ের টানে মানুষ বাড়ি ফিরছে, ফলে টার্মিনালে সকাল থেকেই প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে ঘোষণা দেওয়া হয়েছিল ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং যাত্রী সংখ্যা কমিয়ে লঞ্চ ছাড়তে হবে। কিন্তু পর্যবেক্ষণে দেখা গেছে যে বেশিরভাগ লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়েই ঘাট ছাড়ছে।
বিআইডব্লিউটিএ-এর নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত যাত্রী নেওয়া নিষিদ্ধ থাকলেও, এটি অমান্য করা হয়েছে।
এছাড়া, ঘরমুখো যাত্রীদের মধ্যে যারা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরতে চান, তাদের লঞ্চে উঠতে বাধা দেওয়া হচ্ছে।
লঞ্চ কর্তৃপক্ষ ও কর্মচারীরা জানিয়েছেন যে ঈদযাত্রায় লঞ্চে মোটরসাইকেল বহন করা নিষিদ্ধ। তবে বিআইডব্লিউটিএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি লঞ্চে পাঁচটি মোটরসাইকেল বহনের অনুমতি রয়েছে।
শিলা ইসলাম