ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

‘ব্যাপক আকারে চীনা বিনিয়োগ আসবে বাংলাদেশে, এটার সাথে জড়িত জব গ্রোথ’:প্রেস সচিব

প্রকাশিত: ০৬:০৯, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ০৬:০৯, ২৯ মার্চ ২০২৫

‘ব্যাপক আকারে চীনা বিনিয়োগ আসবে বাংলাদেশে, এটার সাথে জড়িত জব গ্রোথ’:প্রেস সচিব

ছবিঃ সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে, চীনের প্রেসিডেন্ট চাইনিজ ইনভেস্টরদের উৎসাহিত করবে যেন বাংলাদেশে ইনভেস্ট করেন তারা। 

প্রেস সচিব আরো বলেন, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়েছে, সেখানে তিস্তার বিষয়টিও এসেছে। আমরা আশা করছি বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক একটি নতুন লেভেলে যাবে। আমরা আশা করি তারা বেশি বেশি ইনভেস্ট করবেন, ২০১৬ সাল থেকে আমরা বলে আসছিলাম চাইনিজদের জন্য একটি অর্থনৈতিক জোন করতে, কিন্ত সেই কাজ আগায়নি। 

কিন্ত অন্তর্বর্তী সরকার আসার পরে চাইনিজ অর্থনৈতিক জোনের কাজ দ্রুত গতিতে আগাচ্ছে। তবে চীনের ইনভেস্টররা তাদের সরকারের একটা সিগন্যালের জন্য অপেক্ষা করে। প্রেসিডেন্ট যেহেতু মেনশন করে বলেছেন তারা ইনকারেজ করবেন, আমরা আশা করি চাইনিজ ইনভেস্টমেন্ট ম্যাসিভলি এগোবে। এটার সাথে জড়িয়ে আছে আমাদের জব গ্রোথ।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1GUJS3hzzB/

রিফাত

×