ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মের ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা

প্রকাশিত: ০৫:২২, ২৯ মার্চ ২০২৫

নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মের ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা

ছবি : সংগৃহীত

এবারে ঈদ যাত্রায় ঢাকা রেলওয়ে স্টেশনে ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা শুরু হওয়ায় যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কয়েক বছর আগে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য, কিন্তু এবার ট্রেনগুলো নির্ধারিত সময়ে প্লাটফর্মে এসে পৌঁছাচ্ছে এবং সিডিউল অনুযায়ী চলাচল করছে।

 

 

শুক্রবার (২৮ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি প্লাটফর্মে ট্রেনের রেক রাখা ছিল এবং কোথাও অতিরিক্ত ট্রেনও রাখা ছিল। স্টেশন ছাড়ার পর প্লাটফর্ম খালি হলে পরবর্তী ট্রেনের জন্য নতুন রেক এনে রাখা হচ্ছিল। ফলে যাত্রীরা কোনো ধরনের সমস্যায় পড়েনি এবং নির্ধারিত সময়েই ট্রেনগুলি চলাচল করছে।

এমন সিডিউল ব্যবস্থাপনায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। জামালপুর এক্সপ্রেসের এক যাত্রী  বলেন, "টিকিট সংগ্রহ করতে একটু সময় লাগলেও, প্লাটফর্মে এসে ট্রেন পেতে কোনো অসুবিধা হয়নি। ট্রেন নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই প্লাটফর্মে ছিল। আমার বন্ধুদের কাছ থেকেও শুনেছি, এবার ট্রেনের সময়মতো চলাচল করছে। ঈদের ট্রেন যাত্রাটা খুবই ভালো লাগছে।"

 

 

অন্যদিকে, কিশোরগঞ্জ এক্সপ্রেসের এক যাত্রী জানান, "আগে ঈদের সময় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ওঠা ছিল খুবই কষ্টকর, ভিড়ে একে অপরের আসনে বসতে হতো। তবে এবার সাড়ে ৯টার সময় প্লাটফর্মে এসে ট্রেনটি সাড়ে ১০টায় ছাড়বে, আর ট্রেনে তেমন ভিড় নেই। এটি বেশ আনন্দদায়ক।"

ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে গেছে এবং প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করেছে। এমন সু-ব্যবস্থাপনার কারণে যাত্রীরা এবার ঈদের সময় ট্রেনে আরো বেশি স্বস্তিতে যাত্রা করতে পারবেন।

আঁখি

×