
ছবিঃ সংগৃহীত
বিএনপি যেটা পারেনি শেখ হাসিনা সেটা করেছে বলে মন্তব্য করেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।
তিনিও আরো বলেন, এই মহিলা এখনো ভাবে বাংলাদেশের মানুষ তাকে ভালবাসে। দিল্লিতে তার স্টেটমেন্ট দেখলে বুঝা যায়, কী ঘটেছে বাংলাদেশে তার কোন ধারণা নাই। খুনী হাসিনা, তাকে ক্রেডিট দিতে হয়; যেই জিনিস বিএনপি পারেনি সেটা সে করেছে। আওয়ামী লীগকে ধ্বংস করেছে বাংলাদেশে। এই দলটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমার মনে হয় না ৫০ বছরেও তারা মাথা তুলে দাঁড়াতে পারবে। তারা যা করেছে এই ১৬ বছরে, তা মানুষের মনে থাকবে অনেকদিন পর্যন্ত। শুধু কিছু বাঙালি আছে, যারা বিদেশে থাকে তারা অত্যাচারের শিকার হয়নি, তাই আওয়ামী লীগকে এখনো সমর্থন করছে৷ যারা দেশে ছিল, তারা এই দলটাকে ঘৃণা করে।
রেজা কিবরিয়া বলেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনাদের বাবা, দাদারা মুসলিম লীগ ছাড়া কোন দলকে চিনতো না। আওয়ামী লীগও এক সময় এই অবস্থায় দাঁড়াবে। ২০ বছর পরে আমাদের জিজ্ঞেস করতে হবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে যেন, আমরা জানবো ন; কারণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ না এটা।
তিনি আরো বলেন, দেশের রাজনীতিতে যেই দলটি দুইবার আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের তো গণতান্ত্রিক কোন অধিকার থাকার কথা না।
এই সরকারের সাথে আমাদের সবার অস্তিত্ব জড়িত। এই সরকার ব্যর্থ হলে আমরাও ব্যর্থ৷ শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করলো, তারা বাপ গণতন্ত্র ধ্বংস করলো, তাদের যে মানুষ কতটা ঘৃণা করে সেই ধারণা নাই।
রিফাত