ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

কোনো নারী কোটার প্রয়োজন নাই: ফাহাম আব্দুস সালাম

প্রকাশিত: ২৩:৫২, ২৮ মার্চ ২০২৫

কোনো নারী কোটার প্রয়োজন নাই: ফাহাম আব্দুস সালাম

ছবি: সংগৃহীত

লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেছেন, নির্বাচনে কোনো নারী কোটার প্রয়োজন নেই। তিনি বিএনপির প্রস্তাবনা এবং সংস্কার কমিটির প্রস্তাবকে সমালোচনা করেছেন, দাবি করেছেন যে উভয়ই অকার্যকর এবং শর্ট-টার্ম বাহবা লাভের উদ্দেশ্যে প্রস্তাবিত।

ফাহাম আব্দুস সালাম বলেন, "বিএনপির প্রস্তাবনা অনুযায়ী ১০০ আসনে নারী সংরক্ষণ করা মানে হবে ২৫% আসন সংরক্ষণ। যদি আমরা ধরেও নিই মোট আসন সংখ্যা ৪০০, তাহলে এই প্রস্তাবটি একটি স্ববিরোধী অবস্থান। কোটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা আর কোটা প্রস্তাব করা একসাথে ঠিক হবে না।"

তিনি আরও বলেন, "আপনি যখন দল প্রধানের সিদ্ধান্তকে জনগণের সিদ্ধান্তের ওপর স্থান দেন, তখন আপনার গণতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে। যদি কমিটির প্রস্তাবনা মেনে নেওয়া হয়, তাহলে দেশের ৩ থেকে ৪ কোটি ভোটারকে ভোট দেওয়ার স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে।"

ফাহাম আব্দুস সালাম প্রশ্ন তুলেছেন, "মেয়েদের জন্য সংরক্ষিত আসন করার প্রস্তাবনার ভিত্তি কোথায়? পৃথিবীতে এর কোনো প্রমাণ আছে কি? ৫০% জনগণ মেয়ে বলে কি তাদের জন্য সংরক্ষিত আসন থাকা উচিত?"

তিনি আরও উল্লেখ করেন, "যদি সংরক্ষিত আসনে ভোট করতে দেওয়া হয়, তাহলে পুরুষদের জেতা আসনে তাদের স্ত্রী বা মেয়ে জয়ী হবে এবং এটি পরিবারতন্ত্রের প্রবর্তক হবে। ফ্রি চয়েস দিলে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবে। ৪০০ আসনে যদি মেয়েরা জয়ী হয়, তাতে কোনো সমস্যা নেই, তবে কোটা প্রথা অবশ্যই অগ্রহণযোগ্য।"

অবশেষে, ফাহাম আব্দুস সালাম মন্তব্য করেছেন, "এটা আমার মত, বিএনপি ও কমিটির উভয় প্রস্তাবনার থেকে আলাদা। আমি মনে করি, কোনো নারী কোটার প্রয়োজন নেই।"

এম.কে.

×