
ইউটিউব দেখে নিজের অস্ত্রোপচার
ইউটিউব দেখে নিজের অস্ত্রোপচার? হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনই কা- ঘটিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনের এক যুবক! অসহ্য পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখেই বাড়িতে পেট কেটে ফেলেন তিনি। এমনকি ১১টা সেলাইও করেন। এখন হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা রাজা বাবু কয়েকদিন ধরেই অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বারবার ডাক্তারের কাছে গেলেও ব্যথা থেকে রেহাই মেলেনি। অবশেষে নিজেই নিজের চিকিৎসা করবেন বলে স্থির করেন রাজা।
জানা যায়, তিনি মোবাইলে ইউটিউব খুলে বসেন। প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্রের একটা তালিকা করেন। সেই মতো ওষুধের দোকান থেকে সেলাইয়ের ব্লেড, অ্যানেস্থেসিয়ার ইনজেকশন, প্লাস্টিকের সুতো কিনে আনেন।
এরপর নিজেই নিজেকে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেন। তাই কিছু বুঝতে পারেননি। পেট কেটে ১১টা সেলাই করে ফেলেন। কিন্তু ধীরে ধীরে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটতেই শুরু হয় তীব্র যন্ত্রণা। ছটফট করতে করতে চিৎকার শুরু করেন।
সেই চিৎকার শুনে আসেন আশপাশের প্রতিবেশীরা। সকলে মিলে রাজাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজার ভাগ্নে জানান, ১৮ বছর আগে রাজার অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছিল।-এনডিটিভি