ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে না

প্রকাশিত: ২২:২৯, ২৮ মার্চ ২০২৫

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে না

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনরওয়াত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদি একমাত্র দ্বিপক্ষীয় বৈঠকটি করবেন, যা দুদেশের সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকার, সম্প্রতি, ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল যে মোদি যেন অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সম্প্রতি এক সংসদীয় প্যানেলের বৈঠকে বলেন, ভারত মনে করছে যে, এখনও সেই আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=kyIeIX06NSQ

আবীর

×