
ছবি: সংগৃহীত।
রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জাহেদ উর রহমান বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "আমি মনে করি, আগামী নির্বাচনে বলপ্রয়োগের প্রয়োজন হবে না, কারণ নির্বাচন সঠিকভাবেই অনুষ্ঠিত হবে। স্বাধীনতার ৫৩-৫৪ বছর পরও যদি আমরা আদিম সমাজব্যবস্থা থেকে বের হতে না পারি, তাহলে উন্নত গণতান্ত্রিক দেশের আলোচনা করে লাভ নেই।"
নেপাল ও ভুটানের উদাহরণ টেনে তিনি বলেন, "ওরা এখন পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকার চর্চা করতে পেরেছে। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে কখনো একদিনের জন্যও ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছি?"
তিনি আরও বলেন, "বাংলাদেশে ধাপে ধাপে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন। অনিয়ম থাকলেও অন্তত একটি নির্বাচন হওয়া উচিত, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বিএনপি বা অন্য কোনো দল যদি বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করতে চায়, সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।"
আগামী নির্বাচনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "তরুণদের শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তবসম্মত কর্মপরিকল্পনা দরকার। জনগণের আস্থা অর্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত।"
সূত্র: https://www.youtube.com/watch?v=I-97CWJNYpw&ab_channel=BanglaVisionNEWS
নুসরাত