ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

শিক্ষার্থীদের টিফিনের টাকায় শিশুদেরকে ঈদের নতুন পোশাক উপহার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি

প্রকাশিত: ২১:৫৫, ২৮ মার্চ ২০২৫

শিক্ষার্থীদের টিফিনের টাকায় শিশুদেরকে ঈদের নতুন পোশাক উপহার

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার মডেল থানা প্রাঙ্গণে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার হিসাবে নতুন জামা কাপড় বিতরণ করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন 'লাল-সবুজ উন্নয়ন সংঘ'।

আজ শুক্রবার (২৮ মার্চে) সকাল ১১টায় লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লার দেবিদ্বারের (সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহীন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াস, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান প্রমুখ।

শামীম রায়হান/রাকিব

×