
সাংবাদিকদের মর্যাদাবান সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় ডিআরইউর ৩ কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ডিআরইউর স্টাফ জাকির হোসেন বাবুল, জহিরুল ইসলাম ও রবিউল ইসলাম। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ডিআরইউ কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান।
ডিআরইউর প্রশাসনিক কর্মকর্তা মো. সোলায়মান হোসাইন জানান, ৩৭ তোপখানা রোডের আব্দুর রহমান (৪০), রোহান (২০), মোছা. পলি বেগম, আলী হোসেন (২৫), উজ্জ্বল মিয়াসহ (৩২) অজ্ঞাতনামা ২৫/৩০ জন শুক্রবার সকালে সেগুনবাগিচার হাইস্কুল গেটের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কর্মচারী মো. জাকির হোসেন বাবুলকে মারধর করে। পরে দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, রড, দা, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে ডিআরইউর সামনে আমাদের কর্মচারী মো. জহিরুল ইসলাম (২৯) ও মো. রবিউল ইসলামের (২৭) ওপর হামলা চালায়। চাপাতির কোপে জহিরুলের মাথা ফেটে যায়। এরপর তারা যাওয়ার সময় কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
লাবু /রাজু