ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:৪৯, ২৮ মার্চ ২০২৫

মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত

হালুয়াঘাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উত্তর খয়রাকুড়ী জামিয়া নূরীয়া তাহফীজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এসএসসি-২০১০ ব্যাচের 'বন্ধু ফোরাম'র আয়োজনে এ ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আয়োজকরা জানান, 'আমাদের সবার উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু, অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তদের সহায়তা করা। তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করা।'

এছাড়া, মহান আল্লাহ তা'য়ালার অনুগ্রহ পেতে পবিত্র রমজান মাস উপলক্ষে গুরুত্বের সঙ্গে রোজা পালন করা উচিত বলে জানান তারা।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়।

রাকিব

×