
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে আহতদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, 'যাঁরা শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রাস্তায় বুক চিতিয়ে দাঁড়িয়েছে, প্রায় ১৭ জন রিক্সা-শ্রমিক জীবন দিয়েছেন, তাঁদের ছেলেমেয়ে স্কুল-কলেজে পড়ে। আন্দোলনে বিজয়ের পর তাঁদের ছেলেমেয়েরা যদি স্কুলের বেতন দিতে না পেরে কান্নাকাটি করে, এটা যে কত বড় বেদনাদায়ক তা চিন্তাই করা যায় না।'
যেকোনো দল-শ্রেণি-পেশারই হোক না কেন, যাঁরা আন্দোলনে জীবন দিয়েছেন, তাঁদের পরিবার যেন না খেয়ে থাকে, তাঁদের সন্তানরা যেন স্কুল-কলেজ থেকে বঞ্চিত না হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি সে আহ্বান জানান তিনি।
এছাড়া, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের লেখাপড়া এবং পরিবারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে জানান রিজভী। তিনি বলেন, 'তারা কেন এসে দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, তাদের শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।'
আন্দোলনে যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে, এখন হয় তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, ভিক্ষা চাইবে, এছাড়া কোনো উপায় নাই যদি রাষ্ট্র তাদেরকে না দেখে বলে উল্লেখ করে রিজভী। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই আন্দোলনে আহত-নিহতদের তালিকা তৈরি করে তালিকা অনুযায়ী তাদের মাসোহারা এবং পরিবারের কোনো ছেলে বা মেয়ে যদি লেখাপড়া করে, তার জন্য লেখাপড়া অনুযায়ী উপযুক্ত কোনো চাকরির ব্যবস্থা করার আহ্বান জানান।
সূত্র: https://www.youtube.com/watch?v=4_fQj1D156A
রাকিব