
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে এবারও বিশেষ উদ্যোগ নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এখন পর্যন্ত ফাউন্ডেশনটি ৯৬ দশমিক ৬৭ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে, যা পেয়েছেন ৬ হাজার ৩৪১ জন ব্যক্তি ও পরিবার।
শুক্রবার (২৮ মার্চ) ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি বলেন, গত বছরের ১০ সেপ্টেম্বর কার্যক্রম শুরু করার পর থেকে ৭৪৫ জন শহীদ পরিবারের জন্য ৩৭ দশমিক ২৫ কোটি টাকা ও ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির জন্য ৫৯ দশমিক ৪১ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শুধু আর্থিক সহায়তা নয়, ফাউন্ডেশনটি গণঅভ্যুত্থানের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যও কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ উপলক্ষে প্রতিটি শহীদ পরিবারের কাছে একটি বিশেষ উপহার হ্যাম্পার পাঠানো হয়েছে, যেখানে রয়েছে ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার ড. মুহাম্মদ ইউনুসের শুভেচ্ছাবার্তা।
এছাড়া, ফাউন্ডেশনটি "শহীদ পরিবারের পাশে বাংলাদেশ" কর্মসূচির মাধ্যমে বিভাগীয় পর্যায়ে সহায়তা পৌঁছে দিচ্ছে এবং নতুনভাবে "আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ" কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে দেশের প্রতিটি জেলায় আহতদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তবে সহায়তা বিতরণে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। শহীদ ও আহতদের যথাযথ প্রমাণপত্রের অভাব, পারিবারিক বিরোধ, আইনি জটিলতা ইত্যাদি কারণে কিছু পরিবার এখনো সহায়তা পায়নি। এই সমস্যাগুলো দ্রুত সমাধানে ফাউন্ডেশন কাজ করছে বলে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঈদ আমাদের জন্য সাধারণ ঈদ নয়। যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আসুন, তাদের প্রতি সংহতি প্রকাশ করি এবং এ বিশেষ দিনটিতে তাদের পাশে থাকি।
ভিডিও দেখুন: https://youtu.be/FXAbzaFXpEI?si=NRXzS5TJ463QZPdv
এম.কে.