ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে কখন কোথায় ঈদের জামাত, জানালেন মেয়র

প্রকাশিত: ২০:৫৭, ২৮ মার্চ ২০২৫

চট্টগ্রামে কখন কোথায় ঈদের জামাত, জানালেন মেয়র

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাত আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) নগরীর ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনের সময় মেয়র এই তথ্য জানান।

মেয়র বলেন, "চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাত যথাযথভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।" প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহর পেশ ইমাম।

এছাড়া, লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ফ্যান ও সামিয়ানার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, ওজুর জন্য অতিরিক্ত পানির গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি মনিটরিংসহ প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নগরীর বিভিন্ন ওয়ার্ডেও ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে নিম্নোক্ত স্থানে—

  • হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ
  • সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ
  • চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ
  • জহুর হকার্স মার্কেট জামে মসজিদ
  • দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ
  • আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ
  • সাগরিকা গরুবাজার জামে মসজিদ
  • মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)

নগরজুড়ে ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র।

নুসরাত

×