
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে ফরিদপুর রুটে বাস ভাড়া ৩৬৯ টাকা নির্ধারিত হলেও গোল্ডেন লাইন পরিবহন ৩১ টাকা বেশি নিয়ে ৪০০ টাকা ভাড়া আদায় করে এসেছে সারা বছরই। ঈদ আসলেই এই ভাড়া ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা নির্ধারিত ভাড়ার তুলনায় ১৩১ টাকা বেশি।
এই অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এক যাত্রী অভিযোগ করেন, "ভাড়া ৫০০ টাকা নিয়েছে। তারা জবাবে বলে, দুই দিন ধরে ভাড়া বাড়তি। কেন, উত্তর নেই। আমাদের ইমার্জেন্সি যেতে হচ্ছে। কেন ভাড়া বেড়েছে, সেটার উত্তর তাদের কাছে নেই।"
এছাড়া অন্য কোনো ভালো বাস সার্ভিসও চলাচল করছে না, যা যাত্রীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করছেন, বাস মালিক কমিটির অদৃশ্য হস্তক্ষেপের কারণেই অন্য কোনো বাস সার্ভিস ওই রুটে আসছে না।
যাত্রীদের অভিযোগ—একদিকে ভাড়া বেশি, অন্যদিকে বাসের জন্য লম্বা সময় ধরে বসে থাকতে হয়। এদিকে স্টাফদের বাজে আচরণও দেখা যায়। এরকম পরিস্থিতিতে যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় অহরহ অভিযোগ উঠছে বাস সেবার বিরুদ্ধে।
সম্প্রতি ফরিদপুরের সাধারণ শিক্ষার্থীরা গোল্ডেন লাইন বাস সার্ভিসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে।
আবীর