
ছবি: সংগৃহীত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪০ দিন পর উত্তম হালদার (২৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকায় বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত উত্তম হালদার ছোট গোবিন্দপুর এলাকায় সুরেশ হালদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি উত্তম। মাঝেমাঝেই উত্তম নিখোঁজ থাকতো। ৪/৫দিনের মধ্যে আবার বাড়ি ফিরতো। এবার মাস পেরিয়ে যাওয়ায় গত ২৬ মার্চ উত্তমের ভাই অসীম হালদার থানায় সাধারণ ডায়েরী করেছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি ঝোপে গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে স্বজনরা উত্তমের লাশ সনাক্ত করেন। পরে সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি মাদক চক্র উত্তমকে দিয়ে মাদক বিক্রি করাতো। সেও মাদকসেবী ছিল। এলাকায় মাঝে মধ্যে মাদক কারবারীদের মারামারি হতো। মাদক নিয়েই এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ড কিনা কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
আবীর