
ছবিঃ সংগৃহীত
মহানগরীসহ পোশাকশিল্প এলাকার কিছু শাখা শুক্রবার ও শনিবার খোলা থাকবে, যাতে কর্মরতদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধ করা সম্ভব হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২৮ ও ২৯ মার্চ এসব শাখা খোলা থাকবে রপ্তানি বিলবিক্রি এবং কর্মীদের বেতন পরিশোধের সুবিধার্থে।
শুক্রবার এসব শাখা বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিলো, তবে লেনদেন চলেছে শুধুমাত্র দুপুর ১২টা পর্যন্ত। শনিবার বেলা ২টা পর্যন্ত এসব শাখা খোলা থাকবে এবং লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।
এ পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বেতন পরিশোধের ক্ষেত্রে কোনো অসুবিধা না হওয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
মারিয়া