ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৮:৩৭, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৩৮, ২৮ মার্চ ২০২৫

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি: সংগৃহীত

গত জুলাই–আগস্ট মাসের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ করেছে। ফরিদপুর জেলা ও সকল উপজেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত ফরিদপুর শহরে ৪ শহীদ পরিবারের হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ফরিদপুর সদরের এই ৪ শহীদ পরিবাব হলেন– শহরের পূর্ব খাবাসপুরের বাস শ্রমিক শহীদ সামছু মোল্লা, গোয়ালচামটের বিএনপি নেতা শহীদ মুহম্মদ জান শরীফ, পশ্চিম খাবাসপুরের শহীদ কামরুল ইসলাম সেতু, ডিগ্রীর চরের শহীদ সিরাজুল ব্যাপারীর পরিবার।

উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফরিদপুর ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. আনারুল ইসলাম আনার, ডা. এনামুল হক মিল্টন, ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. আলামিন সরোয়ার, ডা. ইমরানুজ্জামান ফরহাদ, ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, ডা. মাহফুজুর হক মাহিয়ান, অ্যাড. মেহেরুন্নেসা স্বপ্না, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন এবং ডা. তানজিল আবির।

ফরিদপুর ড্যাবের সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান শামীম জানান, 'বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে। আমরা শহীদ পরিবারের সদস্যদের নিয়মিত খোঁজখবর রাখার চেষ্টা করছি। আগামীতেও তাদের চিকিৎসা ও পরিবারের সদস্যদের লেখাপড়ার জন্য সব ধরনের সহায়তা করা হবে।'

অভিজিৎ রায়/রাকিব

×